চুলের অনেক সমস্যার মধ্যে একটা হচ্ছে চুলের দুর্গন্ধ । চুলে যদি দুগন্ধ হয় তবে তা সকলের নিকট একটা বিরক্তকর সমস্যা । চুলের দুর্গন্ধ গরমকালে হয়ে ...
চুলের অনেক সমস্যার মধ্যে একটা হচ্ছে চুলের দুর্গন্ধ । চুলে যদি দুগন্ধ হয় তবে তা সকলের নিকট একটা বিরক্তকর সমস্যা । চুলের দুর্গন্ধ গরমকালে হয়ে থাকে । যদি চুল বাঁধা থাকে তাহলে মাথার ত্বকে ঘেমে চুল দুর্গন্ধ হয় । মাথার ত্বকে খুশকি ও ছোটো ইনফেকশনের যন্ত্রণাতেও চুলের গন্ধ বিশ্রী হয়ে যায় । এই সমস্যার কারণে অনেকেই বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়ে থাকে । আমরা চুলের দুগন্ধ দূর করার জন্য নানা ধরনের কাজ করে থাকি । আমরা বিভিন্ন ধরনের শ্যাম্পু ও বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে থাকি । তবে আমরা খুব সহজে চুলের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে পারি । আমাদের হাতের কাছের কিছু সাধারণ উপকরণ দিয়ে চুলের উপকরণ দূর করতে পারি । আমরা অ্যালোভেরা ও শ্যাম্পু দিয়ে আমাদের চুলের দুগন্ধ দূর করতে পারি । অ্যালোভেরা চুল সিল্কি করে ঠিক তেমনি আপনার চুলের দুর্গন্ধ দূর করতে ও সাহায্য করে থাকে ।
তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক কিভাবে অ্যালোভের দিয়ে চুলের দুর্গন্ধ দূর করা যায় :
প্রয়োজনীয় উপকরণ :
১) অ্যালোভেরা জেল পরিমাণমত
২) শ্যাম্পু যেকোন
ব্যবহারের নিয়মাবলি :
মাথার চুলের দুর্গন্ধ দূর করে প্রথমে চুলে ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে । এরপর চুল ধুয়ে মাথার তালু এবং চুলে অ্যালোভেরা জেল মাখিয়ে নিতে হবে । এটা মাথায় দিয়ে পনেরো মিনিট রেখে দিতে হবে । এরপর মাথার চুল ভালোভাবে ধুয়ে নিতে হবে ।
এই পদ্ধতি অবলম্বন করলে চুলের দুর্গন্ধ খুব সহজে দুর করা যায় । আজকাল অ্যালোভেরা খুব সহজলভ্য হয়ে পড়েছে । অনেকেই এখন অ্যালোভেরা বাড়িতে লাগিয়ে থাকে । তেলতেলে তালু বা খুশকির সমস্যার কারণে চুলে দুর্গন্ধ হলে তা দূর করে অ্যালোভেরা ।
সূত্র: অনলাইন
COMMENTS